রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগে দুটি পরিবারের ৬ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল ৭টা ৫০ মিনিটে। এর ৪ মিনিট পর, অর্থাৎ ৭টা ৫৪ মিনিটে খবরটি ফায়ার সার্ভিসে পৌঁছায়। উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১০টার দিকে সম্পূর্ণরূপে আগুন নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘটনাস্থল থেকে মোট ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা দুই পরিবারের সদস্য।
নিহতদের মধ্যে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২) এক ফ্ল্যাটে থাকতেন।
রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, ওই তিনজনের কেউ দগ্ধ হননি। ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের আরেক ছেলে ফাইয়াজ উত্তরায় নানীর বাসায় থাকায় বিপদ থেকে বেঁচে গেছে।
পরিবারের সদস্যরা হলেন– মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) এবং হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।
উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
এমআর/সবা























