নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির জেলা কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা ও সিংড়ার বিপ্লবী জনতা।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টায় ফেরিঘাট এলাকায় এনসিপির কার্যালয়ে সংবাদ করেন তারা।
গত ১৫ জানুয়ারি নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান এনসিপির জার্জিস কাদির বাবু। এরপর ১৬ জানুয়ারি বিকেলে তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে সিংড়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে। ১৭ জানুয়ারি নাটোর সংবাদ সম্মেলন করা হয় একই ব্যানার থেকে। সর্বশেষ আজ রোববার দুপুর সাড়ে ১২টায় টানা তৃতীয় দিনের মত নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এর প্রতিবাদে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা এনসিপির সদস্য সচিব মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- শহীদ সোহেল রানার পিতা মো. মতলেব, আহত জুলাই যোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান, জুলাই যোদ্ধা তানভীর আহমেদ, মো. শান্ত মুন্সি, মেহেদী হাসান, মো. হুজায়ফা, মো. সাব্বির হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে এনসিপি নেতা মিজানুর রহমান বলেন, এ আসনে ১০ দলীয় জোট প্রার্থী প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন। সরকারি চাকুরির ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়েছে। সেখানকার মন্ত্রীদের সাথের ছবি দিয়ে কিছু কুচক্রী মহল মানহানি করছে। জার্জিস কাদির জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা। তিনি রাজশাহীতে স্ব-শরীরে উপস্থিত থেকে আন্দোলন করেছে। তার অনেক ভিডিও ফুটেজ এবং ছবি রয়েছে। আমরা তার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
শু/সবা





















