কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘন্টায় গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিকস্কসহ ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।
রোববার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবির সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর আওতাধীন জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। যার বাজার মুল্য ৩০ লক্ষ ২৯ হাজার ৮শত ৯৫ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) জানান,সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সাথে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে বিজিবি।
শু/সবা





















