০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা ক্রিকেট লিগের পর্দা উঠল

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের ক্রিকেট লিগ শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে ঐতিহাসিক স্টেডিয়াম হয়ে ওঠে প্রাণবন্ত, যেখানে খেলাধুলার পাশাপাশি দেখা যায় উৎসবের আবহ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে এ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহসান ইকবাল চৌধুরী। জেলা ক্রিকেট লিগে ৫০ ওভারের ম্যাচে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রজন্ম ক্লাব ও খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি। খেলাকে কেন্দ্র করে মাঠে ও গ্যালারিতে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহরিয়ার ইউনুস, আনিসুল আলম চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনী আয়োজনের শুরুতেই সম্প্রীতি নৃত্যের মাধ্যমে ক্রিকেট লিগের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। আয়োজকরা জানান, এই লিগের মাধ্যমে জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা ক্রিকেট লিগের পর্দা উঠল

আপডেট সময় : ১১:৫৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের ক্রিকেট লিগ শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে ঐতিহাসিক স্টেডিয়াম হয়ে ওঠে প্রাণবন্ত, যেখানে খেলাধুলার পাশাপাশি দেখা যায় উৎসবের আবহ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে এ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহসান ইকবাল চৌধুরী। জেলা ক্রিকেট লিগে ৫০ ওভারের ম্যাচে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রজন্ম ক্লাব ও খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি। খেলাকে কেন্দ্র করে মাঠে ও গ্যালারিতে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহরিয়ার ইউনুস, আনিসুল আলম চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনী আয়োজনের শুরুতেই সম্প্রীতি নৃত্যের মাধ্যমে ক্রিকেট লিগের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। আয়োজকরা জানান, এই লিগের মাধ্যমে জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

এমআর/সবা