দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল প্রতিনিধি এম কে রানার স্ত্রী আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগে আজ বেলা ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
পরিবার সূত্রে জানা যায়, এম কে রানার স্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ও বিনয়ী স্বভাবের ছিলেন। ব্যক্তিগত অনিচ্ছার কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি।
মৃত্যুকালে তিনি স্বামী এম কে রানা, একমাত্র পুত্র এইচ এম আক্তারুজ্জামানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। অনেকেই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমার জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব বরিশাল মুসলিম গোরস্থান (নতুন)-এ তাঁকে দাফন করা হবে।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় পার করার তৌফিক দান করুন—আমিন।
এমআর/সবা





















