“দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ শামীম সভাপতিত্বে সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, জামায়াতে ইসলামীর রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগড় এর সম্ন্বয়ক মোঃ হারুনুর রশীদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত আইনগত দিক, ভোটারদের করণীয়, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
শিরোনাম
রামগড়ে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
-
খাগড়াছড়ি প্রতিনিধি: - আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ।
- 8
শু/সবা
জনপ্রিয় সংবাদ























