০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন ইটাখোলা জনপ্রতিনিধিরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১ জন জনপ্রতিনিধি।
‎আজ দুপুরে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তারা। এ সময় নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাদের মিষ্টিমুখ করানো হয়। ‎বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, বিজয় চন্দ্র, মমতা বেগম, সৈয়দ আলীসহ মোট ১১ জন।
‎ এ সময় বক্তব্যে চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ভভীতি কিংবা চাপ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান। ‎অন্যান্য যোগদানকারীরাও বলেন, আগামীর রাজনৈতিক লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে সক্রিয় ভাবে কাজ করবেন।
‎ইটাখোলা ইউনিয়নে এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন ইটাখোলা জনপ্রতিনিধিরা

আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১ জন জনপ্রতিনিধি।
‎আজ দুপুরে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তারা। এ সময় নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাদের মিষ্টিমুখ করানো হয়। ‎বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, বিজয় চন্দ্র, মমতা বেগম, সৈয়দ আলীসহ মোট ১১ জন।
‎ এ সময় বক্তব্যে চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ভভীতি কিংবা চাপ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান। ‎অন্যান্য যোগদানকারীরাও বলেন, আগামীর রাজনৈতিক লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে সক্রিয় ভাবে কাজ করবেন।
‎ইটাখোলা ইউনিয়নে এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।