জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া আরও পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে।
আদালত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আর সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেনকে চার বছরের কারাদণ্ড, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলায় আট আসামির সবাই আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। এর মধ্যে হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মো. আখতারুল ইসলাম ও মোহাম্মদ ইমরুল পলাতক।
বাকি চার আসামি মো. আরশাদ হোসেন, মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন।
মামলার এজাহার অনুসারে, স্বৈরাচার শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।
এ মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত বছরের ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। এ ঘটনায় ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়।
আর ১০ আগস্ট থেকে সাক্ষ্য শুরু হয়। ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। এরপর শহীদ আনাসের মা ও নানাসহ মোট ২৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। মামলায় ১৯তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।
গত ২৪ ডিসেম্বর শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায়ের পর ট্রইব্যুনালের তদন্ত সংস্থার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের দণ্ড দিয়েছেন। গ্রেপ্তার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক (নিরস্ত্র) মো. আরশাদ হোসেনকে চার বছর এবং সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে। এই কম সাজার বিরুদ্ধে প্রসিকিউশন আপিল বিভাগে আপিল করবে। কারণ এটা ন্যায়সঙ্গত হয়নি।
এমআর/সবা























