দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে টানা চতুর্থ বারের মতো জয়ী হলেন বাংলাদেশ সরকারের বর্তমান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (কাঁচি) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ পেয়েছেন ১০ হাজার ২২০ ভোট মোঃ শাহাজাহান আলী মণ্ডল (ট্রাক) ৭৩৬ জিয়াউল হক জিয়া (ঈগল) ১২৫ এবং তৃনমুল বিএনপি’র মোঃ হোসেন রেজা বাবু (সোনালী আঁশ) ৬৩৭ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (৭ জানুয়ারী) প্রচন্ড শীত উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করে। জেলার এ আসনের ইসলামপুর উপজেলার ১ টি পৌরসভা ও ১২ ইউনিয়নের ৯২ টি ভোট কেন্দ্রে কোন বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হলে বিকাল ৫ টার পর থেকে একে একে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে।
জাতীয় সংসদীয় আসন ১৩৯ ও জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথবারের মতো নবম জাতীয় সংসদ নির্বাচন জয়ী হন। এরপর দশম এবং একাদশ দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হয়ে চতুর্থ বারের মতো সংসদ সদস্য হলেন। শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বাধীন প্রতিমন্ত্রী। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।

























