ঢাকা জেলা সাভারে জমিসংক্রান্ত বিরোধের জেরে জাহেরুল ইসলাম রমজান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ছাড়া নিহতের পরিবারকে বেধড়ক পিটিয়ে আহত করে হত্যাকারীরা।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দিকে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমজানের স্ত্রী সোহানা আক্তার কালবেলাকে বলেন, আমাদের ১৮ শতাংশ জমি জমি দখলের জন্য যায় রহিম, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জন। খবর পেয়ে আমার স্বামী (রমজান) তার ভগ্নিপতি সেলিমকে নিয়ে ঘটনাস্থলে যান। তারা জমিতে যাওয়া মাত্র প্রতিপক্ষরা লোহার রড ও ধারাল দেশীয় অস্ত্র দিয়ে কোপায়।
তিনি বলেন, এ সময় সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে আমার স্বামীর মাথায় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করি। রাস্তায় আমাদের গতিরোধ করে আবারও পরিবারের সবাইকে পেটানোর চেষ্টা করে তারা। কোনোমতে জীবন বাঁচিয়ে আমার স্বামীকে এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিদার হোসেন সবুজ বাংলা’কে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা কারীদের নামে হত্যা মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

























