০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে ১১টি মৃত পাখিসহ তিন শিকারী আটক

কক্সবাজারের হিমছড়ি-দরিয়ানগর থেকে ১১টি মৃত পাখি, তিন কেজি মার্বেল ও গুলতিসহ তিন পাখি শিকারীকে আটক করেছে বনবিভাগ।
 শুক্রবার বিকাল ৪টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলী বনবিটের একদল কর্মী হিমছড়ি বনাঞ্চল সংলগ্ন মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে তাদের আটক করে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা সমীরঞ্জন জানান, ৫ জন পাখি শিকারী গুলতি দিয়ে হিমছড়ি বনাঞ্চলে পাখি শিকার করছে মর্মে স্থানীয় সূত্রে খবর পেয়ে বনকর্মীরা ধাওয়া করলে দুই জন পালিয়ে গেলেও তিন কিশোরকে আটক করতে সক্ষম হন।
এসময় তাদের কাছ থেকে ১১টি মৃত শালিক (ময়না) ও সুঁইচোরা পাখি, তিন কেজি মার্বেল, তিনটি গুলতি, রান্না করার ভোজ্য তেল সহ পাখি হত্যা করার ও ভক্ষণ করার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটক কিশোরদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
পাখি প্রেমিক, সাংবাদিক আহমদ গিয়াসের কাছে জানতে চাইলে তিনি বলেন, দরিয়া নগর, হিমছড়ি, বড়ছড়া বলতে গেলে, এক প্রকার পাখিদের অভয়ারণ্য এলাকা, সেই সুবাদে পাখি শিকারিরা এই এলাকাকে টার্গেট করে থাকে। পাখি শিকারীদের বাধা দিতে গিয়ে গত বছর দূর্বৃত্তরা আমার মাথা ফাটিয়ে দেয়। আমাকে মেরে আহত করে, মাথার ওই অংশটি এখনও আগের অবস্থায় ফিরে আসেনি।
আমি বনবিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই পথে আরো পাহারা জোরদার করে।
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১১টি মৃত পাখিসহ তিন শিকারী আটক

আপডেট সময় : ০১:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
কক্সবাজারের হিমছড়ি-দরিয়ানগর থেকে ১১টি মৃত পাখি, তিন কেজি মার্বেল ও গুলতিসহ তিন পাখি শিকারীকে আটক করেছে বনবিভাগ।
 শুক্রবার বিকাল ৪টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলী বনবিটের একদল কর্মী হিমছড়ি বনাঞ্চল সংলগ্ন মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে তাদের আটক করে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা সমীরঞ্জন জানান, ৫ জন পাখি শিকারী গুলতি দিয়ে হিমছড়ি বনাঞ্চলে পাখি শিকার করছে মর্মে স্থানীয় সূত্রে খবর পেয়ে বনকর্মীরা ধাওয়া করলে দুই জন পালিয়ে গেলেও তিন কিশোরকে আটক করতে সক্ষম হন।
এসময় তাদের কাছ থেকে ১১টি মৃত শালিক (ময়না) ও সুঁইচোরা পাখি, তিন কেজি মার্বেল, তিনটি গুলতি, রান্না করার ভোজ্য তেল সহ পাখি হত্যা করার ও ভক্ষণ করার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটক কিশোরদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
পাখি প্রেমিক, সাংবাদিক আহমদ গিয়াসের কাছে জানতে চাইলে তিনি বলেন, দরিয়া নগর, হিমছড়ি, বড়ছড়া বলতে গেলে, এক প্রকার পাখিদের অভয়ারণ্য এলাকা, সেই সুবাদে পাখি শিকারিরা এই এলাকাকে টার্গেট করে থাকে। পাখি শিকারীদের বাধা দিতে গিয়ে গত বছর দূর্বৃত্তরা আমার মাথা ফাটিয়ে দেয়। আমাকে মেরে আহত করে, মাথার ওই অংশটি এখনও আগের অবস্থায় ফিরে আসেনি।
আমি বনবিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই পথে আরো পাহারা জোরদার করে।