টাঙ্গাইলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চতুর্থ ধাপে বাসাইল, সখীপুর, মির্জাপুর এবং গোপালপুর উপজেলার পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। চার উপজেলায় মোট ৩৬৭ টি কেন্দ্র এবং ২ হাজার ৫৬৪টি ভোট কক্ষ রয়েছে । সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন প্রার্থীরা । এ নির্বাচনে ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন প্রতিদ্বদ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিন উপজেলা মিলিয়ে মোট ৯ লাখ ৮৯ হাজার ৭৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, নির্বাচনে গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

























