১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন : চট্টগ্রামের দুই উপজেলার চেয়ারম্যান খোরশেদ

চট্টগ্রামে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম। বুধবার (৫ জুন) ভোট গননা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, দোয়াত কলম প্রতীকের প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ৬১ হাজার ৫১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. এমরানুল হক পেয়েছেন ২১ হাজার ৯৭৯ ভোট।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, নির্বাচনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮৭ হাজার ১৮২টি। যা মোট ভোটারের ২৩ দশমিক ১৩ শতাংশ। এ উপজেলায় ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৭ ভোট।

অপরদিকে, লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী। ১ হাজার ১০৬ ভোটে তাঁর ‘বেয়াই’ সাবেক এলডিপি নেতা সিরাজুল ইসলামকে হারিয়েছেন তিনি। খোরশেদ আলম চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৮শ ৯৯ ভোট, আর ২৯ হাজার ৭শ ৯৩ ভোট সিরাজুল ইসলামের। অন্যদিকে প্রবাসী সৈয়দ আবদুল মাবুদ পেয়েছেন মাত্র ২ হাজার ৯শ ১৪ ভোট।

বুধবার (৫ জুন) রাত ৯টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান।

ভাইস চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম.এ মামুন ৪৩ হাজার ১শ ২০ ভোট, পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জমিল উদ্দিন জামিল পেয়েছেন ১১ হাজার ৮শ ৫৬ ভোট। ৭ হাজার ১শ ৬৩ ভোটে তৃতীয় হয়েছেন ফরহাদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার ৩৬ হাজার ৯ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিন আক্তার সানা পেয়েছেন ২৫ হাজার ৪শ ৪১ ভোট।

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাচন : চট্টগ্রামের দুই উপজেলার চেয়ারম্যান খোরশেদ

আপডেট সময় : ১০:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
চট্টগ্রামে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম। বুধবার (৫ জুন) ভোট গননা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, দোয়াত কলম প্রতীকের প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ৬১ হাজার ৫১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. এমরানুল হক পেয়েছেন ২১ হাজার ৯৭৯ ভোট।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, নির্বাচনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮৭ হাজার ১৮২টি। যা মোট ভোটারের ২৩ দশমিক ১৩ শতাংশ। এ উপজেলায় ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৭ ভোট।

অপরদিকে, লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী। ১ হাজার ১০৬ ভোটে তাঁর ‘বেয়াই’ সাবেক এলডিপি নেতা সিরাজুল ইসলামকে হারিয়েছেন তিনি। খোরশেদ আলম চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৮শ ৯৯ ভোট, আর ২৯ হাজার ৭শ ৯৩ ভোট সিরাজুল ইসলামের। অন্যদিকে প্রবাসী সৈয়দ আবদুল মাবুদ পেয়েছেন মাত্র ২ হাজার ৯শ ১৪ ভোট।

বুধবার (৫ জুন) রাত ৯টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান।

ভাইস চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম.এ মামুন ৪৩ হাজার ১শ ২০ ভোট, পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জমিল উদ্দিন জামিল পেয়েছেন ১১ হাজার ৮শ ৫৬ ভোট। ৭ হাজার ১শ ৬৩ ভোটে তৃতীয় হয়েছেন ফরহাদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার ৩৬ হাজার ৯ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিন আক্তার সানা পেয়েছেন ২৫ হাজার ৪শ ৪১ ভোট।