পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান।
সোমবার (১০ জুন) পাবনা জেলা নির্বাচন অফিসার ও ভাঙ্গুড়া পৌরসভার উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমান এক গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়র পদে উপ-নির্বাচনে মো. আজাদ খান বৈধভাবে একমাত্র মনোনীত প্রার্থী হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল পদত্যাগ করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে তিনি ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।





















