০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে স্বস্তির পারাপার যেন অস্বস্তিতে রূপ না নেয়

Oplus_131072

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বর্তমান দেশে সব চাইতে বড় নৌরুট হচ্ছে পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট। ঈদ যাত্রা নির্বিঘ্ন  করতে এবারো নানা প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। তবে নাব্যতা সংকট, নদীতে হঠাৎ পনিবৃদ্ধি ও স্রোতের  কারনে ভোগান্তিতে পরতে পারেন এই দুই নৌ-রুট। ঈদকে সামনে রেখে ঢাকামুখী পশুবাহী ট্রাকের পাশাপাশি উভয় প্রান্তে যাত্রী পরিবহনের চাপ বাড়তে পারে। যানবাহন পারাপারে নিয়জিত থাকবে ছোট বড় ২২টি ফেরী ও ৩৩টি লঞ্চ। কর্তৃপক্ষ আশা করছে বড় ধরনের কোন দুর্ভোগ ও ভোগান্তি ছাড়াই এবারো ঘাট পার হতে পারবেন ঘরে ফেরা মানুষ। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে নেই দীর্ঘ যানজট ও ভোগান্তি। তাই পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে এখন স্বতি নিয়ে পারাপার হোন যাত্রীরা।
দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট। এবারো ঈদ যাত্রায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপে পারাপারে যেন ভোগান্তিনা হয় এ জন্য নানা প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও ফেরী কর্তৃপক্ষ। যাত্রী ও পরিবহন শ্রমীকদের প্রত্যাশা স্বতির পারাপার যেন অস্বতি না হয়। ঈদকে সামনে রেখে পরিবহন শ্রমিক ও যাত্রীরা বলেন গরুর গাড়ির কারনে যানজট হলেও পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরী কর্তৃপক্ষ ও প্রশাসন যদি সঠিক নজরদারী করে তাহলে কোন ভোগান্তি থাকবে না।
 উপজেলা প্রশাসন বলেন যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গঠন করেছি। আশাকরি যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ঘরে ফিরে আবার কর্মস্থলে পৌছাতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছি।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম শাহ খালিদ নেওয়াজ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় পারের ঘাটগুলো ঠিক করা হচ্ছে। নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের আগে তেমন কোনো সমস্যা হবে না।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, সার্বক্ষণিক মেডিকেল, মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি না করতে পারে তার জন্য ঘাট ও মহাসড়কে মোবাইল নিয়োজিত, পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
জনপ্রিয় সংবাদ

ঈদে স্বস্তির পারাপার যেন অস্বস্তিতে রূপ না নেয়

আপডেট সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বর্তমান দেশে সব চাইতে বড় নৌরুট হচ্ছে পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট। ঈদ যাত্রা নির্বিঘ্ন  করতে এবারো নানা প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। তবে নাব্যতা সংকট, নদীতে হঠাৎ পনিবৃদ্ধি ও স্রোতের  কারনে ভোগান্তিতে পরতে পারেন এই দুই নৌ-রুট। ঈদকে সামনে রেখে ঢাকামুখী পশুবাহী ট্রাকের পাশাপাশি উভয় প্রান্তে যাত্রী পরিবহনের চাপ বাড়তে পারে। যানবাহন পারাপারে নিয়জিত থাকবে ছোট বড় ২২টি ফেরী ও ৩৩টি লঞ্চ। কর্তৃপক্ষ আশা করছে বড় ধরনের কোন দুর্ভোগ ও ভোগান্তি ছাড়াই এবারো ঘাট পার হতে পারবেন ঘরে ফেরা মানুষ। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে নেই দীর্ঘ যানজট ও ভোগান্তি। তাই পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে এখন স্বতি নিয়ে পারাপার হোন যাত্রীরা।
দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট। এবারো ঈদ যাত্রায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপে পারাপারে যেন ভোগান্তিনা হয় এ জন্য নানা প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও ফেরী কর্তৃপক্ষ। যাত্রী ও পরিবহন শ্রমীকদের প্রত্যাশা স্বতির পারাপার যেন অস্বতি না হয়। ঈদকে সামনে রেখে পরিবহন শ্রমিক ও যাত্রীরা বলেন গরুর গাড়ির কারনে যানজট হলেও পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরী কর্তৃপক্ষ ও প্রশাসন যদি সঠিক নজরদারী করে তাহলে কোন ভোগান্তি থাকবে না।
 উপজেলা প্রশাসন বলেন যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গঠন করেছি। আশাকরি যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ঘরে ফিরে আবার কর্মস্থলে পৌছাতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছি।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম শাহ খালিদ নেওয়াজ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় পারের ঘাটগুলো ঠিক করা হচ্ছে। নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের আগে তেমন কোনো সমস্যা হবে না।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, সার্বক্ষণিক মেডিকেল, মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি না করতে পারে তার জন্য ঘাট ও মহাসড়কে মোবাইল নিয়োজিত, পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকল প্রস্তুতি নেয়া হয়েছে।