মাদারীপুরে বালক অনুর্ধ্ব ১৬ মাসব্যাপী অ্যাথলেটিকস ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে সমন্বিত সরকারি অফিস ভবনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুসরাত আজমেরী হক।
জেলা ক্রীড়া অফিস জানায়, অ্যাথলেটিকস প্রশিক্ষণে ইভেন্টে বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমির প্রায় ৫০ জন অ্যাথলেথ হতে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জন এবং সাঁতার ইভেন্টে বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমির প্রায় ৬০ জন সাঁতারু হতে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জন চূড়ান্তভাবে প্রশিক্ষণের সুযোগ পায়।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আশাদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু পরিবার (বালক) তত্বাবধায়ক সাইদুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য মোখলেছুর রহমান, সাঁতারু সৈয়দ শামীম, প্রশিক্ষক মুসফিকুল আহসান নবীব সহ অন্যরা।
সুমন কুমার মিত্র জানান, অ্যাথলেটিকস ও সাঁতার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা জাতীয় পর্যায় সহ উপজেলা, জেলা এবং জেলা ক্রীড়া অফিসের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। মূলত তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে আজকের এ আয়োজন।

























