মতলব উত্তরে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মাঈমুনা আক্তার (২)। জানা যায়, ১২ জুন বিকেলে ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈমুনা আক্তার নন্দলালপুর গ্রামের বেপারী বাড়ির সেনাসদস্য মোশাররফ হোসেনের কন্যা। মোশারফ হোসেন বর্তমানে কুয়েতে শান্তি মিশনে আছে। ১ ভাই ও ২ বোনের মধ্যে মায়মুনা আক্তার সবার ছোট।
জানা গেছে, সকালে শিশু মাঈমুনা আক্তার খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে স্বজনরা বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেন। তাকে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মায়মুনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আমি এবং মতলব উত্তর থানার সাব ইন্সপেক্টর (এসআই) আলআমিন পরিদর্শন করে এসেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। এদিকে মায়মুনা আক্তারের মৃত্যুতে আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।





















