বরিশালের বানারীপাড়ায় ব্যক্তিগত প্রতিহিংসার জেরে উপজেলা নির্বাচন থেকে দূরে থাকা একই পরিবারের তিনজনকে করা হয় সহিংসতা মামলার আসামি।
বানারীপাড়ার সন্তান বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শান্তকে ব্যক্তি স্বার্থে উদ্দেশ্য প্রনোদিত ভাবে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের সহিংসতা মামলায় আসামি করা হয়েছে। এদিকে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানায়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় সরকারের অধীনে সকল প্রকার নির্বাচন বয়কট করেছি।এছাড়া বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে আমি এবং আমার ছোটো ভাই শফিকুল ইসলাম শান্ত পারিবারিক কারণে ঢাকায় অবস্থান করেছি। রফিক আরো জানান, উপজেলা বিএনপির কিছু আঁতাতকারী নেতার ইন্দনে পুলিশ তাদের না পেয়ে রাজনীতির বাইরে থাকা আমার পিতা মোঃ আব্দুল করিম মৃধাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
রাজনৈতিক ভাবে নির্বাচনের সাথে জড়িত না থেকেও একই পরিবারে আসামি হয়েছে তিনজন।এখন আতঙ্ক ও অনিশ্চয়তায় সময় কাটাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যরা।সরকার, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে অসহায় পরিবারটি। উক্ত ঘটনাটি জানাজানি হলে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নির্দোষ আব্দুল করিম মৃধার মুক্তির দাবি জানিয়েছেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার।

























