কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে বাড়ির দেওয়াল ধ্বসে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বুধবার ( ১৯ জুন) ভোররাতে ভারি বৃষ্টির কারণে এঘটনা ঘটে। নিহত আব্দুল করিম (১২) পালংখালী ইউপি’র ৪ নং ওয়ার্ড এলাকার শাহ আলম এর ছেলে। তাদের বসতবাড়ির দেওয়াল ভেঙ্গে নিহত হয়েছে করিম৷ মৃত আবদুল করিম থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অতি বৃষ্টির কারণে পালংখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও ঢালু জনপদের মানুষগুলো ভুমিধ্বসসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের চরম ঝুকিতে রয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার অনুরোধ করার পরেও গতরাতে দূর্ভাগ্যবশত বাড়ির সীমানা দেওয়াল ভেঙ্গে এক স্কুল ছাত্র নিহত হবার ঘটনা খুবই দুঃখজনক।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, পাহাড় ধসে এক শিক্ষার্থী নিহতের খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন৷ এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

























