বরিশালের বানারীপাড়ায় সময় টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে প্রতারণা করায় রেজাউল সরদার(২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২১শে জুন শুক্রবার দুপুরে একাধিক ব্যক্তির প্রতারণার সূত্র ধরে উপজেলার চাখারে থেকে তাকে(রেজাউল) আটক করা হয়। আটককৃত রেজাউল সরদার উপজেলার চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে।
এ প্রসঙ্গে সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু জানায়, রেজাউল সরদার নামের ছেলেটির দুই পা অচল। রেজাউল নিজেকে সময় টেলিভিশনের বরিশাল অফিসের ক্যামেরা সাংবাদিক দাবি করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। এমনকি সময় টেলিভিশনের নকল টিশার্ট বানিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিলো। সম্প্রতি তার এসব অপকর্মের বিষয়ে জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।
বানারীপাড়া থানার পরিদর্শক (ওসি) মাইনুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর রেজাউলকে আটক করা হয়। তবে সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে সে আর এ সব কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

























