কুমিল্লা মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করে উপজেলা আওয়ামী লীগ।
রবিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে এক আলোচনা সভা করে।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার, প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন।





















