ফরিদপুরের বোয়ালমারীতে ধূমপান ও মাদকজাত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বোয়ালমারী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে সহযোগিতা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান এর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন কর্মকতা শেখ মো. আদিল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহামুদুল হাসান, ‘সাপ্তাহিক বোয়ালমারী বার্তা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাড. কোরবান আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মজিবর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





















