শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জেরে মালতী আত্মহত্যায় প্ররোচনাকারী প্রধান আসামি তোফাজ্জল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। ২৩ জুন জামালপুরের ইসলামপুর থানার ধনতলা বেলগাছা এলাকা হতে তোফাজ্জেল হোসেনকে গ্রেফতার করে র্যাব ১৪ (সিপিসি- ১)।
জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তোফাজ্জেল হোসেন শ্রীবরদীর খারামোড়া পশ্চিম পাড়ার গুডেলু মিয়ার ছেলে। র্যাব জানায়, রহিমা খাতুন ওরফে মালতী (৪১) কে অনুমান ২৫বছর আগে একই উপজেলার ছনকান্দা গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল সালাম ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিয়ে করেন। রহিমা খাতুন ওরফে মালতীর স্বামী আব্দুস সালাম দুই ছেলে ও এক মেয়ে রেখে চার বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর মালতী সংসারের তাগিদে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকুরী নেয়। চাকুরির সুবাদে তোফাজ্জেল হোসেন (৪৫)র সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
তারা ঢাকায় ভাড়া বাসা নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করত। ঘটনার সপ্তাহ খানেক আগে তোফাজ্জল ধান কাটার কথা বলে নিজ বাড়িতে আসে। এরপর মালতীর খোঁজখবর রাখে না। মালতী তার বড় বোন আসমা আক্তারের বাড়িতে আসে এবং বিষয়টি আলোচনা করে। গত ১৭ মে রাতে মালতী স্বামীর পরিচয় দেয়া তোফাজ্জলের বাড়িতে যাওয়ার কথা বলে বোনের বাড়ি হতে বের হন। এরপর মালতী কথিত স্বামীর বাড়িতে গিয়ে তাকে বিয়ে করার জন্য বলে। কিন্তু তোফাজ্জল বিয়ের ব্যপারে অস্বীকার করে। তোফাজ্জেল হোসেন ও তার স্বজন খলেদা বেগম মিলে মালতীকে গালিগালিজ ও মারধর করে। একপর্যায়ে মালতীকে তারা বের করে দেয়। মালতীর সাথে প্রেম ভালোবাসা করার পরেও বিয়েতে অস্বীকার করায় কারণে মনের ক্ষোভে শ্রীরবদীর ছোট বালিজুরীর বনবিভাগের সরকারী খাস জমিতে জাম্বুরা গাছের ডালের সাথে গলায় ফাঁস দেয়। এবং মালতী মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের ওড়নার আচলে বাধা অবস্থায় একটি চিরকুট পায় পুলিশ। চিরকুটে মৃত্যুর বিষয়ে যাবতীয় ঘটনা লেখা আছে।
পরে নিহতের পিতা আহাম্মদ আলী ১৮ মে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর হতে মামলার প্রধান আসামী মোঃ তোফাজ্জেল হোসেন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। পরে র্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ২৩ জুন জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বেলগাছা এলাকা হতে তোফাজ্জেল হোসেনকে গ্রেফতার করে।





















