১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষ

Oplus_131072

মানিকগঞ্জের ঘিওরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। রনি নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত শনিবার (২২ জুন) সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় দুপক্ষ থানায় মামলা করেছেন। ঘটনার সূত্রে জানা যায় বীরসিংজুরী গ্রামের দেলোয়ার হোসেন ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী রাজা মিয়াসহ তার পরিবারের সঙ্গে জমি দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ছাড়া বেশ কয়েকবার সালিশও হয়েছে। এর জের ধরে আজ সকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রাজা মিয়াসহ দুপক্ষের ১২ জন আহত হন।
আহত রাজা মিয়া বলেন, বেশ কয়েক বছর আগে আমাদের কাছ থেকে জালিয়াতি করে জমি দলিল করে নিয়েছেন দেলোয়ার ও তার পরিবার। কিন্তু তারা আমাদের জমি ফেরত দিচ্ছে না। উল্টো থানায় অভিযোগ করেছে। আমাদের ৯ জনকে মেরে রক্তাক্ত করেছে।
জানতে চাইলে দেলোয়ার হোসেন এসব অস্বীকার করে বলেন, আমাদের কেনা জমি দখলের চেষ্টা করি। কিন্তু তারা দখল করতে দিচ্ছে না। থানায় অভিযোগ করা হয়েছে। থানায় বসারও কথা ছিল, তারা বসতে রাজি না। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমার ভাইসহ তিনজন আহত হয়েছে।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস দৈনিক সবুজ বাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপক্ষের মধ্যে অনেকদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ছাড়া বিজ্ঞ আদালতে মামলাও চলছে। হঠাৎই আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জের জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষ

আপডেট সময় : ০৬:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
মানিকগঞ্জের ঘিওরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। রনি নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত শনিবার (২২ জুন) সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় দুপক্ষ থানায় মামলা করেছেন। ঘটনার সূত্রে জানা যায় বীরসিংজুরী গ্রামের দেলোয়ার হোসেন ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী রাজা মিয়াসহ তার পরিবারের সঙ্গে জমি দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ছাড়া বেশ কয়েকবার সালিশও হয়েছে। এর জের ধরে আজ সকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রাজা মিয়াসহ দুপক্ষের ১২ জন আহত হন।
আহত রাজা মিয়া বলেন, বেশ কয়েক বছর আগে আমাদের কাছ থেকে জালিয়াতি করে জমি দলিল করে নিয়েছেন দেলোয়ার ও তার পরিবার। কিন্তু তারা আমাদের জমি ফেরত দিচ্ছে না। উল্টো থানায় অভিযোগ করেছে। আমাদের ৯ জনকে মেরে রক্তাক্ত করেছে।
জানতে চাইলে দেলোয়ার হোসেন এসব অস্বীকার করে বলেন, আমাদের কেনা জমি দখলের চেষ্টা করি। কিন্তু তারা দখল করতে দিচ্ছে না। থানায় অভিযোগ করা হয়েছে। থানায় বসারও কথা ছিল, তারা বসতে রাজি না। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমার ভাইসহ তিনজন আহত হয়েছে।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস দৈনিক সবুজ বাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপক্ষের মধ্যে অনেকদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ছাড়া বিজ্ঞ আদালতে মামলাও চলছে। হঠাৎই আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।