০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার চর, আমার পল্লী গঠন করা হবে, রংপুরে এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ বলেছেন, মার্কেট ফর চরস-এমফোরসি প্রকল্পের মাধ্যমে চরা লের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা হচ্ছে। আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে আরও বড় প্রকল্প গ্রহণ করছি। সারা দেশের ৩৬ হাজার চরকে নিয়ে আমার চর, আমার পল্লী গঠনের মাধ্যমে চরের মানুষের স্থায়ীভাবে ভাগ্যোন্নয়ন করা হবে। গতকাল শনিবার সকালে রংপুর মহানগরীর টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ছয় তলা-বিশিষ্ট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ভবনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই উত্তরা লের মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। এ সরকার রংপুরে বিশ্ববিদ্যালয় করেছে, ছয় লেনের রাস্তাসহ নানা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। চরা লের মানুষের মুখে মুখে সরকারের উন্নয়নের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। রংপুরের উন্নয়ন হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উত্তরা লের দরিদ্র পুরুষ ও মহিলাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ঋণ বিতরণ করেছে, যা উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি উদ্যোক্তাদের গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদনের আহ্বান জানান। এর আগে উদ্বোধন শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদকনিক প্রকল্পের উদ্যোক্তাদের উৎপাদিত শতরঞ্জি, পাটজাত পণ্য, নানা ধরনের নকশা করা কাপড়ের স্টল ঘুরে দেখেন এবং জিআই পণ্য স্বীকৃত বাহারী রঙের শতরঞ্জির প্রশংসা করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এরপর উদকনিক প্রকল্পের উদ্যোক্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ অংশগ্রহণ করেন। বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রমুখ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন বলেন, নিজে উদ্যোক্তা হলে চলবে না, অন্যকেও উদ্যোক্তা হতে সহযোগিতা করতে হবে। বিআরডিবির উদ্যোক্তাদের পণ্য উৎপাদনের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিংয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। তিনি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন মেলায় প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি রংপুরের উপ পরিচালক রাবেয়া সুলতানা, উদকনিক প্রকল্পের পরিচালক ফেরদৌস মামুন শিমুলসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তাগণ।

জনপ্রিয় সংবাদ

আমার চর, আমার পল্লী গঠন করা হবে, রংপুরে এলজিআরডি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ বলেছেন, মার্কেট ফর চরস-এমফোরসি প্রকল্পের মাধ্যমে চরা লের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা হচ্ছে। আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে আরও বড় প্রকল্প গ্রহণ করছি। সারা দেশের ৩৬ হাজার চরকে নিয়ে আমার চর, আমার পল্লী গঠনের মাধ্যমে চরের মানুষের স্থায়ীভাবে ভাগ্যোন্নয়ন করা হবে। গতকাল শনিবার সকালে রংপুর মহানগরীর টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ছয় তলা-বিশিষ্ট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ভবনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই উত্তরা লের মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। এ সরকার রংপুরে বিশ্ববিদ্যালয় করেছে, ছয় লেনের রাস্তাসহ নানা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। চরা লের মানুষের মুখে মুখে সরকারের উন্নয়নের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। রংপুরের উন্নয়ন হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উত্তরা লের দরিদ্র পুরুষ ও মহিলাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ঋণ বিতরণ করেছে, যা উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি উদ্যোক্তাদের গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদনের আহ্বান জানান। এর আগে উদ্বোধন শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদকনিক প্রকল্পের উদ্যোক্তাদের উৎপাদিত শতরঞ্জি, পাটজাত পণ্য, নানা ধরনের নকশা করা কাপড়ের স্টল ঘুরে দেখেন এবং জিআই পণ্য স্বীকৃত বাহারী রঙের শতরঞ্জির প্রশংসা করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এরপর উদকনিক প্রকল্পের উদ্যোক্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ অংশগ্রহণ করেন। বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রমুখ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন বলেন, নিজে উদ্যোক্তা হলে চলবে না, অন্যকেও উদ্যোক্তা হতে সহযোগিতা করতে হবে। বিআরডিবির উদ্যোক্তাদের পণ্য উৎপাদনের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিংয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। তিনি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন মেলায় প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি রংপুরের উপ পরিচালক রাবেয়া সুলতানা, উদকনিক প্রকল্পের পরিচালক ফেরদৌস মামুন শিমুলসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তাগণ।