রংপুর মহানগরীর চকবাজার কামারের মোড় হতে নগর মীরগঞ্জ পর্যন্ত রাস্তার বেহাল দশা সৃষ্টি হওয়ায় চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তায় তৈরি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে যানবাহনের চালকসহ যাত্রী-পথচারীরা। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।
পথচারীদের দুর্ভোগ লাঘবে রাস্তিিট দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডের চকবাজার কামারের মোড় হতে ৩২নং ওয়ার্ডে যাতায়াতের নগর মীরগঞ্জ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কার না হওয়ায় বিভিন্নস্থানে খানা-খন্দ সৃষ্টি হয়েছে। রাস্তাটি সংস্কারের কোন উদ্যাগ নেই। এলাকাবাসী বলেন, দুই কিলোমিটার এই রাস্তা ৩২, ৩৩ ও ২৮ নংওয়ার্ডেও মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে। এই রাস্তা দিয়ে নগর মীরগঞ্জ, খোর্দ্দ তামপাট, শরেয়ারতল, চিনিয়াপাড়া, সর্দারপাড়া, জিয়াতপুকুর, বড় রংপুর, কাইদাহারা, আরাজী তামপাট, জোড়জুম্মা, মুদিখানা, রঘু, মেকুড়া, বকচি, হোসেন নগর, মিঠাপুকুরের পায়রাবন্দ, ভাংনী, পীরগাছার পারুলসহ আশে-পাশের প্রায় ২০-২৫টি গ্রামের মানুষ লালবাগ, মর্ডাণ মোড়, চকবাজারসহ রংপুর নগরীতে যাতায়াত করে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ-গর্তে ভরপুর রাস্তাটি। এতে পথচারিদের দুর্ভোগ বেড়েছে। বর্তমানে চলাচল অনুপযোগী রাস্তা কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহন। ঘটছে দুর্ঘটনাও। নগর মীরগঞ্জ এলাকার ইজিবাইক চালক সামসুল ইসলাম বলেন, রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ আর গর্তের কারণে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে তাদের। তাদের অনেকের গাড়ি প্রায় নষ্ট হয়। পথচারি একরামুল হক বলেন, বেহাল রাস্তা অতিক্রম করতে অনেক সময় ব্যয় হয়। রাস্তা খারাপ হওয়ার কারণে যানবাহনের চালকেরাও যেতে অনীহা প্রকাশ করেন। রাতে যানবাহন পাওয়া যায় না। ৩২নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ স¤পাদক হারুন উর রশিদ সোহেল বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি করেন তিনি।





















