০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পূবাইলে কলেজছাত্রীর আত্নহত্যা 

গাজীপুর মহানগরীর পূবাইলে পারিবারিক ঋণ গ্রস্থে হতাশাগ্রস্থ হয়ে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে, নিহতের নাম পৃথিবী রোজারিও(২২), সে গাজীপুর  মহানগরীর পূবাইল থানার  ৪১ নং ওয়ার্ড ভাদুন মাইজগাও এলাকার সুনীল  রোজারিও এর মেয়ে,  সে কালিগঞ্জ শ্রমিক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।আজ বুধবার সকাল ৯ টার দিকে পূবাইল থানার ভাদুন মাইজগাঁও গ্রামের সুনীল রোজারিও এর নিজ বাড়ির উত্তর  ভিটায় মাটির ওয়াল টিনশেড ঘরের পশ্চিম পাশের রুমে নিজ শয়ন কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত পৃথিবীর বাবা সুনীল রোজারিও কাঁদতে কাঁদতে বলেন, আমার অভাব অনটনে সংসার চলতেছে,  মেয়েকে খরচ দিতে পারিনা,  মেয়ে এসব নিয়ে হতাশায় সময় কাটাচ্ছিলো, আজকে মেয়েটা মইরা গেছে। তিনি বলেন,আমার দুই মেয়ে, বড় মেয়ে কলেজে পড়ে,  আমার স্ত্রী চাকুরী করতো, আমার স্ত্রীর এখন চাকুরী চলে গেছে, আমিও বেকার, এসব কারণে এখন পরিবারে আর্থিক সমস্যা খুব বেশি। নিহতের স্বজন রাহাত ও পরিবারের সদস্যরা বলেন, রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমানোর জন্য যায় পৃথিবী , আজ সকালে তার মা ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করে, পরে কোন সারা শব্দ না পেয়ে রুমে টেবিলের উপর দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে পায় ভিকটিম গলায় শাড়ী দিয়ে ঘরের আরা(ধন্নার) সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
চাচাত ভাই লিওন বলেন, মা বাহির হতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভিকটিমের লাশ নিচে নামায়। পূবাইল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, পরিবারে অভাব অনটনে এ ঘটনা ঘটেছে, পরিবারের কোনো অভিযোগ নেই, পূবাইল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
জনপ্রিয় সংবাদ

পূবাইলে কলেজছাত্রীর আত্নহত্যা 

আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
গাজীপুর মহানগরীর পূবাইলে পারিবারিক ঋণ গ্রস্থে হতাশাগ্রস্থ হয়ে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে, নিহতের নাম পৃথিবী রোজারিও(২২), সে গাজীপুর  মহানগরীর পূবাইল থানার  ৪১ নং ওয়ার্ড ভাদুন মাইজগাও এলাকার সুনীল  রোজারিও এর মেয়ে,  সে কালিগঞ্জ শ্রমিক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।আজ বুধবার সকাল ৯ টার দিকে পূবাইল থানার ভাদুন মাইজগাঁও গ্রামের সুনীল রোজারিও এর নিজ বাড়ির উত্তর  ভিটায় মাটির ওয়াল টিনশেড ঘরের পশ্চিম পাশের রুমে নিজ শয়ন কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত পৃথিবীর বাবা সুনীল রোজারিও কাঁদতে কাঁদতে বলেন, আমার অভাব অনটনে সংসার চলতেছে,  মেয়েকে খরচ দিতে পারিনা,  মেয়ে এসব নিয়ে হতাশায় সময় কাটাচ্ছিলো, আজকে মেয়েটা মইরা গেছে। তিনি বলেন,আমার দুই মেয়ে, বড় মেয়ে কলেজে পড়ে,  আমার স্ত্রী চাকুরী করতো, আমার স্ত্রীর এখন চাকুরী চলে গেছে, আমিও বেকার, এসব কারণে এখন পরিবারে আর্থিক সমস্যা খুব বেশি। নিহতের স্বজন রাহাত ও পরিবারের সদস্যরা বলেন, রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমানোর জন্য যায় পৃথিবী , আজ সকালে তার মা ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করে, পরে কোন সারা শব্দ না পেয়ে রুমে টেবিলের উপর দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে পায় ভিকটিম গলায় শাড়ী দিয়ে ঘরের আরা(ধন্নার) সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
চাচাত ভাই লিওন বলেন, মা বাহির হতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভিকটিমের লাশ নিচে নামায়। পূবাইল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, পরিবারে অভাব অনটনে এ ঘটনা ঘটেছে, পরিবারের কোনো অভিযোগ নেই, পূবাইল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।