কিশোরগঞ্জের ভৈরবে গাছ বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহঃপতিবার (৪জুলাই) দুপুরে পানাউল্লারচর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মোঃ শাহিন মিয়া (৪৫) ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে।তিনি ভৈরব উপজেলা পাদুকা ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
ঘটনার পর পরই স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজার কে বলেন,নিহত মোঃ শাহীন মিয়া বাজিতপুর থেকে ভৈরব ময়মনসিংহ সড়কে মোটরসাইকেলে ভৈরবে ফিরছিলেন।একই দিকে নেত্রকোনা থেকে গাছ বোঝায় একটি ট্রাক ব্রাক্ষণবাড়ীয়ার উদ্দ্যেশ্যে যাচ্চিলো। পথে ভৈরবের শম্ভুপুরের পানাউল্লারচর বাজার এলাকায় পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয় ঘাতক ট্রাকটি।এসময় শাহীন মিয়া ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।মোটরসাইকেলে থাকা অপর আরোহী সিয়াম মিয়া রাস্তার একপাশে পড়ে প্রাণে বেঁচে যান।
ওসি আরো বলেন, ট্রাক চালক সিরাজুল ইসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রইছ উদ্দিনের ছেলে।পুলিশ ট্রাকচালক কে উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। ট্রাকটি ও পুলিশ হেফাজতে আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা প্রস্তুতি চলমান রয়েছে।





















