সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা মহোৎসব। ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও শুভদ্রার শ্রদ্ধা নিবেদন করার মধ্যে রথযাত্রা মহোৎসব করা হয়।
রবিবার(৭ জুলাই) সকাল থেকে হাজারো সনাতন ধর্মপ্রাণ ভক্তসমাজ মিলন মেলায় আনন্দ উৎসবে খাগড়াছড়িতে পালিত হলো রথযাত্রা মহোৎসব। রথযাত্রা উপলক্ষে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কিশোর-কিশোরী ও অন্যান্য সম্প্রদায়ের সম্প্রীতি বন্ধনে আনন্দ মুখর পরিবেশে নির্দিষ্ট মন্দিরে এসে মনের আশা পূরণে ভক্তরা জগন্নাথ দেবতাকে পূজা করেন।
রথ শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষী নারায়ণ মন্দিরে পৌঁছে শেষ হয়। এসময় হাজারো ধর্মপ্রাণ সনাতনীরা জগন্নাথের শোভাযাত্রায় অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন শেষে আগামী ১৫ জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।





















