০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শতবর্ষী দিঘীরপাড় বাজার

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনে হুমকিতে ব্যবসায় প্রতিষ্ঠান

পদ্মা তীব্রস্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সীগঞ্জে শতবর্ষী প্রাচীন দিঘীরপাড় বাজারে। গতকয়েকদিনের ভাঙনে এরমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে ১২ টি দোকান। হুমকিতে পড়েছে শতশত প্রতিষ্ঠান। নদী তীর রক্ষায় বাঁদ নির্মানে প্রকল্প থাকলেও যথা কাজ শুরু না করায় এমন বিপত্তির অভিযোগ স্থানীয়দের। ক্ষুব্ধ দোকানীরা জানিয়েছে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহনের। আষাঢ়ের বৃষ্টি আর উজানে ঢল, খরস্রোতা রূপে পদ্মা নদী ।

তীব্রস্রোতে ভাঙনের কবলে মুন্সীগঞ্জের শতবর্ষী দিঘীরপাড় বাজার। গত কয়েকদিনে বিলীন হয়েছে সার ও পাটের আড়ৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। হুমকিতে পড়ছে বাকিরাও। ভাঙন আতংকে নিঘুর্ম রাত কাটছে ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, দিঘীরপাড় বাজার সহ নদীর ৯কিলোমিটার জুড়ে তীররক্ষা বাঁধের প্রকল্প রয়েছে। বরাদ্দ রয়েছে ৪৪৬কোটি টাকা। তবে যথারীতি কাজ বাস্তবায়ন না হওয়ায় চলতি বর্ষায় আবারো ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ভিটেমাটি আর রুটি-রুজি রক্ষায় দ্রুত ব্যবস্থা দাবি সকলের।

পানি উন্নয়ন বোর্ড বলছে, চ্যানেলে এবছর অস্বাভাবিক স্রোতের কারনেই এমন চিত্র, ভাঙন কবলিত স্থানে ফেলা হবে জিও ব্যাগ ,তবে পানি বৃদ্ধিতে বাঁধ নির্মান হতে পারে বিলম্ব, মেয়াদ বাড়ানো আবেদন করেছে ঠিকাদার। দীঘিরপাড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাইজুদ্দিন বেপারী বলেন, বর্ষা এলেই এখানে ভাঙ্গন দেখা দেয়। অথচ শুস্ক মৌসুমে ঠিকাদারী প্রতিষ্ঠান টুকিটাকি করে বাঁধ নির্মাণ কাজ করে আসছে। আমরা এক মাসে আগেও অনুরোধ করেছি ব্লক ফেলে এখানে বাঁধ নির্মাণ কাজ শেষ করার জন্য। আমাদের কথা কর্ণপাতই করেনি। আজকের মধ্যে যদি জিও ব্যাগ ও ব্লক ফেলা হয় তাতেও বাজারটি রক্ষা পাবে।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষী দিঘীরপাড় বাজার

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনে হুমকিতে ব্যবসায় প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

পদ্মা তীব্রস্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সীগঞ্জে শতবর্ষী প্রাচীন দিঘীরপাড় বাজারে। গতকয়েকদিনের ভাঙনে এরমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে ১২ টি দোকান। হুমকিতে পড়েছে শতশত প্রতিষ্ঠান। নদী তীর রক্ষায় বাঁদ নির্মানে প্রকল্প থাকলেও যথা কাজ শুরু না করায় এমন বিপত্তির অভিযোগ স্থানীয়দের। ক্ষুব্ধ দোকানীরা জানিয়েছে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহনের। আষাঢ়ের বৃষ্টি আর উজানে ঢল, খরস্রোতা রূপে পদ্মা নদী ।

তীব্রস্রোতে ভাঙনের কবলে মুন্সীগঞ্জের শতবর্ষী দিঘীরপাড় বাজার। গত কয়েকদিনে বিলীন হয়েছে সার ও পাটের আড়ৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। হুমকিতে পড়ছে বাকিরাও। ভাঙন আতংকে নিঘুর্ম রাত কাটছে ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, দিঘীরপাড় বাজার সহ নদীর ৯কিলোমিটার জুড়ে তীররক্ষা বাঁধের প্রকল্প রয়েছে। বরাদ্দ রয়েছে ৪৪৬কোটি টাকা। তবে যথারীতি কাজ বাস্তবায়ন না হওয়ায় চলতি বর্ষায় আবারো ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ভিটেমাটি আর রুটি-রুজি রক্ষায় দ্রুত ব্যবস্থা দাবি সকলের।

পানি উন্নয়ন বোর্ড বলছে, চ্যানেলে এবছর অস্বাভাবিক স্রোতের কারনেই এমন চিত্র, ভাঙন কবলিত স্থানে ফেলা হবে জিও ব্যাগ ,তবে পানি বৃদ্ধিতে বাঁধ নির্মান হতে পারে বিলম্ব, মেয়াদ বাড়ানো আবেদন করেছে ঠিকাদার। দীঘিরপাড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাইজুদ্দিন বেপারী বলেন, বর্ষা এলেই এখানে ভাঙ্গন দেখা দেয়। অথচ শুস্ক মৌসুমে ঠিকাদারী প্রতিষ্ঠান টুকিটাকি করে বাঁধ নির্মাণ কাজ করে আসছে। আমরা এক মাসে আগেও অনুরোধ করেছি ব্লক ফেলে এখানে বাঁধ নির্মাণ কাজ শেষ করার জন্য। আমাদের কথা কর্ণপাতই করেনি। আজকের মধ্যে যদি জিও ব্যাগ ও ব্লক ফেলা হয় তাতেও বাজারটি রক্ষা পাবে।