স্বাধীনতা নস্যাৎকারি কোন ব্যক্তির মৃত্যু বা জন্মদিন আর বাংলাদেশে পালন করা হবে না।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ একথা বলেন। আগামী ১৭ আগষ্ট পর্যন্ত সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি করবে । রাজনৈতিক ভাবে তাদের মোকাবেলা করা হবে এবং অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ১৩ আগষ্ট দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আবু ওয়াহাব আকন্দ তার বক্তব্যে বলেন ১৭ বছর যারা জীবনবাজী রেখে দলের কাজ করেছেন। তাদের কে বিএনপিতে মূল্যায়ন করতে হবে। তবে আমাদের নেতা তারেক রহমান সব বিষয়ে তিনি অবগত রয়েছেন। যারা এতদিন আমাদের দেখে টিপ্পনি কেটে বলত- ওই যে যাচ্ছে এতিমের টাকা খাওয়া নেত্রীর নেতারা। তাদের সাথে এক গ্লাস পানি খাওয়া তো দূরের কথা মুছকি হাসিও দেওয়া যাবে না। এ ধরনের কোন খালাত্তা, মামাত্ত ভাই নিয়ে কেউ আমাদের সামনে আসবেন না। আগে দুঃসময়ের নেতা-কর্মীদের সুযোগ মত মূল্যায়ন করা হবে। ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক লিটন আকন্দ, বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনূর, হেলাল উদ্দিন হেলাল, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু,সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, জেলা যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল , মহিলাদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।























