গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী ফাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছিল। সারা দেশে একটা ভয়ের রাজত্ব তৈরি করে গুম-খুন, মামলা-হুলিয়ার তারা তাদের অবৈধ শাসনকে চালিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগের সেই ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে আবু সাঈদ। আজ ১৪ আগস্ট বুধবার বিকালে রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে পৌঁছে আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। জোনায়েদ সাকি বলেন, আমরা যখনই আন্দোলন করেছি, তখনি তারা আন্দোলনকে উল্টো নানা রকমের কালিমা দিয়েছে। তারপর দমন-পীড়ন চালিয়েছে। সেটাকে জায়েজ করার চেষ্টা করেছে। মানুষকে ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছে। আবু সাঈদ হচ্ছে সেই ত্রাসের রাজত্ব, ভয়ের রাজত্ব ভেঙে দেয়ার আমাদের মহানায়ক। যিনি তার বুক পেতে বুক টান করে ওই ফাসিস্টদের গুলি নিজের বুকে নিয়ে সারাদেশের কোটি তরুণের মধ্য সত্যিকার আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা শ্লোগান দিয়েছে লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে। তিনি আরও বলেন, আমরা দেখেছি কোটি শিক্ষার্থী, কোটি অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে এক শক্তি তৈরি করেছেন। কোন দমন-পীড়ন, হেলিকপ্টার থেকে শুরু করে নির্বিচার গুলি, আধুনিক মারণাস্ত্র ব্যবহার এমনকি তাদের গুন্ডাবাহিনীর সমস্ত রকম ত্রাস সৃষ্টি করা সত্ত্বেও শেষ রক্ষা করতে পারেনি। তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পীরগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত
হন জোনায়েদ সাকি।




















