জামালপুর পৌর শহরের পলাশগড় এলাকায় পৌরসভার রাস্তা বন্ধ করে বিনোদনের জন্য মির্জা আজমের রিক্রেয়েশন ক্লাব করার প্রতিবাদে ও রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই এলাকার জনসাধারন।
এ বিষয়ে জানা যায়, এই রাস্তা বন্ধ করায় দূর্ভোগে পড়েছে ছয়টি গ্রামের প্রায় ২ হাজার মানুষ।
রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ফৌজদারী মোড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, স্থানীয় বাসিন্দা আপেল মাহমুদ, হারুন অর রশিদ, ফেরদৌস আলী সুরুজ, হাফেজ আলী প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, পলাশগড় এলাকায় পৌরসভার ডাম্পিং স্টেশনের (ময়লার ভাগাড়) উত্তর পাশ দিয়ে চলাচলের পৌরসভার একটি রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে ছয়টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করতেন। আমাদের দীর্ঘদিনের চলাচলের পৌরসভার রাস্তাটি বন্ধ করে ওই ডাম্পিং স্টেশনের জায়গায় বিনোদনের জন্য সাবেক সংসদ সদস্য মির্জা আজম রিক্রেয়েশন ক্লাব তৈরি করেন। এখন আমাদের প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে। সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু রাস্তা বন্ধ করে ডাম্পিং স্টেশনের জায়গা ক্লাবকে দিয়ে দেয়। আমরা দীর্ঘদিনের চলাচলের পৌরসভার রাস্তাটি খোলে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছি।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে রাস্তা খোলে দেওয়া ও রিক্রেশন ক্লাব বন্ধের দাবিতে স্মরকলিপি দেন।























