চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের এক কর্মচারীকে প্রভোস্টের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৬ জুন) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ওই কর্মচারী শ্রাবণ সরকার, আলাওল হলের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া একই ঘটনায় হলের আরও দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে শ্রাবণ সরকার ২৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে প্রভোস্টের ফোনে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার এসএমএস এলে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত এবং হলের আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠান।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তড়িৎ একজনকে সাময়িক বরখাস্ত ও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সব
শিরোনাম
চবি আলাওল হলের প্রভোস্টের স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন, কর্মচারী বরখাস্ত
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি - আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- ।
- 199
জনপ্রিয় সংবাদ

























