বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী হ্রদয় ও গালিব । পুলিশ লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানায় পাঠিয়েছে।
দুই শিক্ষার্থীর মূত্যুর সংবাদে শিক্ষাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রিয় সন্তানের লাশ দেখে তাদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
জানা যায়, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিন বন্ধু ঘরতে বাহির হয়। এসময় তারা চট্টগ্রাম সীতাকুণ্ড মেলখুমে পৌছান। সেখানে স্হানীয় তাদের দুই বন্ধু যোগ দেয় তাদের সাথে।
কিছুক্ষন আড্ডা শেষে মেলখুমে উপরে উঠেন তিন বন্ধু। এ সময়ে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারনে পথ পিচ্চিল হয় একপর্যায়ে মেলখুমে ট্রেইলের উপর থেকে পড়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম পর্ব ম্যাকানিকালের দুই শিক্ষার্থী
আরফান গালিব ও ইব্রাহীম হৃদয় মৃত্যুবরণ করে। এতে ঘটনাস্থলে দুইজনের মূত্যু হলেও গুরুত্বর আহত সায়েম কে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত অপর দুই জনকে উদ্ধার করা হয়েছে। নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুর ও গালিবের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে নয়টায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে নামাজের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমআর/সবা
শিরোনাম
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর মূত্যু
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- ।
- 150
জনপ্রিয় সংবাদ


























