০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দালাই লামার উত্তরাধিকার ইস্যু ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ‘কাঁটা’

ভারতে সম্প্রতি তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার জন্মদিন পালন করা হয়। ফাইল ছবি সংগৃহীত

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরাধিকার ইস্যুটি এখন চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ‘কাঁটা’। রোববার (১৩ জুলাই) নয়াদিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস এমনটাই বলেছে।
২০২০ সালে এশীয় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরের আগে বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এলো।
চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স-পোস্টে তিব্বতের চীনা নাম ‘জিজাং’ উল্লেখ করে লিখেছেন, ‘বাস্তবে, সমস্যাটি চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি কাঁটা এবং ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।’
এই মাসে দালাই লামার ৯০তম জন্মদিন উদযাপনে ভারতের জ্যেষ্ঠ মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। দালাই লামা আবারও চীনকে ক্ষুব্ধ করে বলেন, তার উত্তরাধিকারে চীনের কোনো ভূমিকা নেই। ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর থেকে দালাই লামা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন।
ভারতীয় পররাষ্ট্র সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তার উপস্থিতি চীনের বিরুদ্ধে নয়াদিল্লির অবস্থানকে শক্তিশালী করে তোলে। ভারতে প্রায় ৭০ হাজার তিব্বতি এবং ‘নির্বাসিত তিব্বতি সরকার’ও বাস করে।
চীনা মুখপাত্র ইউ তার পোস্টে কারও নাম উল্লেখ না করে বলেছেন, ভারতের কৌশলগত এবং শিক্ষাগত সম্প্রদায়ের কিছু লোক দালাই লামার পুনর্জন্ম সম্পর্কে ‘অনুপযুক্ত মন্তব্য’ করেছেন।
তিনি বলেন, ‘পররাষ্ট্র বিষয়ক পেশাদার হিসেবে, তাদের জিজাং (তিব্বত) সম্পর্কিত বিষয়গুলোর সংবেদনশীলতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকা উচিত। দালাই লামার পুনর্জন্ম এবং উত্তরাধিকার স্বভাবতই চীনের অভ্যন্তরীণ বিষয়।’
ভারতের সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সপ্তাহ আগে দালাই লামার ৯০তম জন্মদিনের উৎসবে তার পাশে বসে বলেছেন, একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে তিনি বিশ্বাস করেন, কেবল আধ্যাত্মিক নেতা এবং তার অফিসই তার ‘পুনর্জন্মের’ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।
দালাই লামার জন্মদিনের দুই দিন আগে ৪ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি বিশ্বাস ও ধর্মের অনুশীলন সম্পর্কিত কোনো বিষয়ে কোনো অবস্থান নেয় না বা কথা বলে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ১৫ জুলাই উত্তর চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার অধীনে একটি আঞ্চলিক নিরাপত্তা বৈঠকে যোগ দেবেন এবং পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২০২০ সালে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং চারজন চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে এটি হবে সর্বোচ্চ পর্যায়ের সফরগুলোর মধ্যে একটি।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

দালাই লামার উত্তরাধিকার ইস্যু ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ‘কাঁটা’

আপডেট সময় : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরাধিকার ইস্যুটি এখন চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ‘কাঁটা’। রোববার (১৩ জুলাই) নয়াদিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস এমনটাই বলেছে।
২০২০ সালে এশীয় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরের আগে বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এলো।
চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স-পোস্টে তিব্বতের চীনা নাম ‘জিজাং’ উল্লেখ করে লিখেছেন, ‘বাস্তবে, সমস্যাটি চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি কাঁটা এবং ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।’
এই মাসে দালাই লামার ৯০তম জন্মদিন উদযাপনে ভারতের জ্যেষ্ঠ মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। দালাই লামা আবারও চীনকে ক্ষুব্ধ করে বলেন, তার উত্তরাধিকারে চীনের কোনো ভূমিকা নেই। ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর থেকে দালাই লামা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন।
ভারতীয় পররাষ্ট্র সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তার উপস্থিতি চীনের বিরুদ্ধে নয়াদিল্লির অবস্থানকে শক্তিশালী করে তোলে। ভারতে প্রায় ৭০ হাজার তিব্বতি এবং ‘নির্বাসিত তিব্বতি সরকার’ও বাস করে।
চীনা মুখপাত্র ইউ তার পোস্টে কারও নাম উল্লেখ না করে বলেছেন, ভারতের কৌশলগত এবং শিক্ষাগত সম্প্রদায়ের কিছু লোক দালাই লামার পুনর্জন্ম সম্পর্কে ‘অনুপযুক্ত মন্তব্য’ করেছেন।
তিনি বলেন, ‘পররাষ্ট্র বিষয়ক পেশাদার হিসেবে, তাদের জিজাং (তিব্বত) সম্পর্কিত বিষয়গুলোর সংবেদনশীলতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকা উচিত। দালাই লামার পুনর্জন্ম এবং উত্তরাধিকার স্বভাবতই চীনের অভ্যন্তরীণ বিষয়।’
ভারতের সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সপ্তাহ আগে দালাই লামার ৯০তম জন্মদিনের উৎসবে তার পাশে বসে বলেছেন, একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে তিনি বিশ্বাস করেন, কেবল আধ্যাত্মিক নেতা এবং তার অফিসই তার ‘পুনর্জন্মের’ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।
দালাই লামার জন্মদিনের দুই দিন আগে ৪ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি বিশ্বাস ও ধর্মের অনুশীলন সম্পর্কিত কোনো বিষয়ে কোনো অবস্থান নেয় না বা কথা বলে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ১৫ জুলাই উত্তর চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার অধীনে একটি আঞ্চলিক নিরাপত্তা বৈঠকে যোগ দেবেন এবং পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২০২০ সালে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং চারজন চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে এটি হবে সর্বোচ্চ পর্যায়ের সফরগুলোর মধ্যে একটি।
এমআর/সবা