আর্থিক সমস্যা থাকার পরও ঘরোয়া ফুটবলে সর্বশেষ মৌসুমে অসাধারণ খেলেছে ঢাকা আবাহনী লিমিটেড। দেশীয় কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশ প্রিমিোর লিগ ও ফেডারেশন কাপে তারা রানার্সআপ হয়েছে। নতুন মৌসুমে তারা আঁটঘাট বেঁধে খেলোয়াড় সংগ্রহে নেমেছে। এবং চমক দেখিয়েছে শুরুতেই। কেননা তারা দুই তরুণ শেখ মোরসালিন ও আল আমিনকে নিজেদের ডেরায় ভিরিয়েছে।
বুধবার থেকে এএফসি কাপের জন্য আবাহনীর প্রস্তুতি শুরু হচ্ছে। সন্ধ্যায় ক্লাবে ফুটবলারদের রিপোর্টিং। আগের বেশিরভাগ ফুটবলারদের রেখে দিয়ে তাদের সঙ্গে মোরসালিন ও আল আমিনকে নেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) মোরসালিন আবাহনী ক্লাবে যোগ দিয়েছেন। আল আমিন যোগ দেবেন কাল।
বসুন্ধরা কিংসের ঘরের ছেলে ছিলেন শেখ মোরসালিন। এই মৌসুমে বাইন্ডিংস ফ্রি হয়েছেন। ধারে মোহামেডানে খেলে ক্যারিয়ারের শুরুতে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন মোরসালিন।
মোরসালিন গণমাধ্যমকে বলেছেন, “আমি এই মৌসুমে আবাহনীতে খেলবো। এরই মধ্যে সবকিছু সম্পন্ন হয়েছে। আমি চাই শুধু আর্থিক ভিত্তি নয় পাশপাশি মাঠেও খেলতে। গেম টাইমিং আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আবাহনী ঐতিহ্যবাহী দল। এবার এসে নিজেকে নতুন করে মেলে ধরতে চাই। যেন আকাশি-নীল জার্সিধারীরা সাফল্য পায়।”
অন্য দিকে পুলিশ এফসির হয়ে গত মৌসুমে সুনাম কাড়েন আল আমিন। কাবরেরার দলেও জায়গা করে নেন। এবার আবাহনীর হয়ে মাঠ মাতানোর অভিযানে দিনাজপুর থেকে উঠে আসা ফরোয়ার্ডের। আল আমিন বলেন, ‘আমি আবাহনীতে খেলবো। একদিন পরই ক্লাবে আসছি। আবাহনীর মতো দলে খেলাটা আনন্দের বিষয়। দেশের অন্যতম সমর্থকপুষ্ট দল। এবার নতুন দলের হয়ে সাফল্য পাওয়াটা হবে বড় চ্যালেঞ্জের। আমি মাঠে খেলতে চাই। খেলেই দলকে সহায়তা করতে চাই।”
আরকে/সবা


























