বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ইসফট এরিনা চেস ক্লাব ও অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব দ্বিতীয় স্থানে এবং সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
আজ শুক্রবার (১৮ জুলাই) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে তৌসিফ এপেয়ারেলসকে হারায়। ইসফট এরিনা চেস ক্লাবের আনিচুজ্জামান জুয়েল দেলোয়ার হোসেন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ও ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ যথাক্রমে তৌসিফ এপেয়ারেলসের দেওয়ান শহিদুল আমিন, গিয়াস উদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম ও কাজী তাহেরুল ইসলামকে হারান।
অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল ৩.৫-০.৫ গেম পয়েন্ট এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমিকে হারায়। বিজয়ী দলের ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, আমির সোহেল ও মোহাম্মদ শামীম যথাক্রমে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নাসিফ আল আরফিন, ঐতিহ্য বড়ুয়া ও আফনান জারিফ হককে হারান। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির গোলাম সারওয়ার অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দলের মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুমের সাথে ড্র করেন।
আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব ৪-০ গেম পয়েন্টে ক্লাসিক চেস একাডেমিকে হারায়। আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের পক্ষে আফজাল হোসেন সাচ্চু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, গোলাম মোস্তফা ও সাজ্জাদ কিশোর যথাক্রমে ক্লাসিক চেস একাডেমির সৈয়দা ফাইরুজ জারিফা, জারিন তাসনিম, অরন্যক সরকার অতনু ও সিদরাতুল মুনতাহাকে হারান।
সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে আকাই স্মৃতি সংসদ মাগুরাকে হারায়। সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শরীয়তউল্লাহ, ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ যথাক্রমে আকাই স্মৃতি সংসদের মুহতাদি তাজওয়ার নাশিদ, রেজাউল আহনাফ মোহাম্মদ আবরার ও রেদওয়ান কবির রবিনকে হারান।
ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল (শনিবার) বেলা ৩টা থেকে একই স্থানে শুরু হবে।
আরকে/সবা


























