০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে ভক্তদের আকুতি

গতকাল খেলা শুরু হয় সন্ধ্যা ৬টায়। বিকাল ৩টা থেকেই গ্যালারি খুলে দেয়া হয়। ২টার আগে থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশে ভক্ত সমর্থকরা ভিড় করতে শুরু করেন। যাদের কাছে টিকিট আছে, তারা ধীরে ধীরে প্রবেশ করছিলেন মাঠে। হঠাৎ মিডিয়া প্লাজার সামনে কয়েকজন দর্শককে দেখা গেলা, যাদের হাতে প্ল্যাকার্ড। যেখানে লেখা, ‘আওয়ার নিড সাকিব’।

প্ল্যাকার্ডে ভুল-শুদ্ধ যাই লিখুক, সাকিব আল হাসানের ওই ভক্তদের বক্তব্য পরিষ্কার। তারা বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে চান। একইভাবে দেখা গেলো সাকিব আল হাসানের আরও এক পাগল ভক্তের। বুকে-পিঠে লিখে এনেছেন সাকিবের প্রতি একরাশ ভালোবাসা। লিখেছেন, ‘মিস ইউ সাকিব আল হাসান।’ মোহাম্মদ মামুন টাইগার নামে ট্রাকের হেল্পার এই সাকিব ভক্ত এসেছেন ভোলা থেকে। ‘সাকিবকে ভালোবাসি, সাকিবকে চাই’।

সাকিব ছাড়া আর কাউকে টানেই না তাকে। বুকে-পিঠে ‘মিস ইউ সাকিব’ লিখে গ্যালারিতে এসেছেন সাকিবের প্রতি তার ভালবাসা প্রকাশ করতে এবং দাবি জানাতে, যেন দ্রুতই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ফিরিয়ে আনা হয়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের খেলা দেখতে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন ৫ বন্ধু। আতিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ আবদুল্লাহ। দুটি প্ল্যাকার্ড লেখা তাদের হাতে। একটিতে ‘উই আর ব্রাহ্মণবাড়িয়ান’, অন্যটিতে লেখা ‘আওয়ার নিড সাকিব আল হাসান।’
৫ বন্ধুর মধ্যে আতিকুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি যখন খেলতেন, বাংলাদেশ দলের অবস্থা ছিল ভালো। এখন দেখুন, সাকিব নেই, দলের অবস্থাও খারাপ। সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে আনলে আমাদের বিশ্বাস, এই দলটির চেহারা বদলে যাবে।’

বুকে-পিঠে ‘মিস ইউ সাকিব আল হাসান’ লেখা মোহাম্মদ মামুন টাইগার বলেন, ‘সাকিব আল হাসান যে ১৮টি বছর বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, এই দলটির সাফল্যে এত অবদান রেখেছেন, সেটা কি তার ছয় মাসের রাজনীতির চেয়ে কম হয়ে গেলো সাকিব যে সারা জীবন দলের হয়ে খেলেছেন, দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এটাকে কি কেউ মূল্যায়ন করবে না? সাকিব ছাড়া তো বাংলাদেশ দলকে কোনোভাবেই চিন্তা করা যায় না। আমাদের দাবি, যত দ্রুত সম্ভব সাকিব আল হাসানকে ফিরিয়ে আনুন। বাংলাদেশ দলকে বাঁচান।’

২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে তখনকার ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামীলীগ থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য সাকিব আল হাসানও রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেননি। একই কারণে বাংলাদেশ দল থেকেও বাইরে রয়েছেন তিনি।

তবে, এবার বিসিবি থেকে উদ্যোগ নেয়া হয়েছে, সাকিব আল হাসানকে ফেরানোর। দেশের মাটিতে না হলেও অন্তত যেন বিদেশের মাটিতে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারেন, সে আলাপ-আলোচনা চলছে। বিসিবি থেকে এ নিয়ে ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্ব দেয়া হয়েছে, সাকিবের সঙ্গে কথা বলার জন্য। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, তারা চান সাকিবকে দলে ফিরিয়ে আনতে।

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

সাকিবকে নিয়ে ভক্তদের আকুতি

আপডেট সময় : ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

গতকাল খেলা শুরু হয় সন্ধ্যা ৬টায়। বিকাল ৩টা থেকেই গ্যালারি খুলে দেয়া হয়। ২টার আগে থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশে ভক্ত সমর্থকরা ভিড় করতে শুরু করেন। যাদের কাছে টিকিট আছে, তারা ধীরে ধীরে প্রবেশ করছিলেন মাঠে। হঠাৎ মিডিয়া প্লাজার সামনে কয়েকজন দর্শককে দেখা গেলা, যাদের হাতে প্ল্যাকার্ড। যেখানে লেখা, ‘আওয়ার নিড সাকিব’।

প্ল্যাকার্ডে ভুল-শুদ্ধ যাই লিখুক, সাকিব আল হাসানের ওই ভক্তদের বক্তব্য পরিষ্কার। তারা বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে চান। একইভাবে দেখা গেলো সাকিব আল হাসানের আরও এক পাগল ভক্তের। বুকে-পিঠে লিখে এনেছেন সাকিবের প্রতি একরাশ ভালোবাসা। লিখেছেন, ‘মিস ইউ সাকিব আল হাসান।’ মোহাম্মদ মামুন টাইগার নামে ট্রাকের হেল্পার এই সাকিব ভক্ত এসেছেন ভোলা থেকে। ‘সাকিবকে ভালোবাসি, সাকিবকে চাই’।

সাকিব ছাড়া আর কাউকে টানেই না তাকে। বুকে-পিঠে ‘মিস ইউ সাকিব’ লিখে গ্যালারিতে এসেছেন সাকিবের প্রতি তার ভালবাসা প্রকাশ করতে এবং দাবি জানাতে, যেন দ্রুতই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ফিরিয়ে আনা হয়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের খেলা দেখতে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন ৫ বন্ধু। আতিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ আবদুল্লাহ। দুটি প্ল্যাকার্ড লেখা তাদের হাতে। একটিতে ‘উই আর ব্রাহ্মণবাড়িয়ান’, অন্যটিতে লেখা ‘আওয়ার নিড সাকিব আল হাসান।’
৫ বন্ধুর মধ্যে আতিকুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি যখন খেলতেন, বাংলাদেশ দলের অবস্থা ছিল ভালো। এখন দেখুন, সাকিব নেই, দলের অবস্থাও খারাপ। সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে আনলে আমাদের বিশ্বাস, এই দলটির চেহারা বদলে যাবে।’

বুকে-পিঠে ‘মিস ইউ সাকিব আল হাসান’ লেখা মোহাম্মদ মামুন টাইগার বলেন, ‘সাকিব আল হাসান যে ১৮টি বছর বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, এই দলটির সাফল্যে এত অবদান রেখেছেন, সেটা কি তার ছয় মাসের রাজনীতির চেয়ে কম হয়ে গেলো সাকিব যে সারা জীবন দলের হয়ে খেলেছেন, দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এটাকে কি কেউ মূল্যায়ন করবে না? সাকিব ছাড়া তো বাংলাদেশ দলকে কোনোভাবেই চিন্তা করা যায় না। আমাদের দাবি, যত দ্রুত সম্ভব সাকিব আল হাসানকে ফিরিয়ে আনুন। বাংলাদেশ দলকে বাঁচান।’

২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে তখনকার ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামীলীগ থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য সাকিব আল হাসানও রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেননি। একই কারণে বাংলাদেশ দল থেকেও বাইরে রয়েছেন তিনি।

তবে, এবার বিসিবি থেকে উদ্যোগ নেয়া হয়েছে, সাকিব আল হাসানকে ফেরানোর। দেশের মাটিতে না হলেও অন্তত যেন বিদেশের মাটিতে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারেন, সে আলাপ-আলোচনা চলছে। বিসিবি থেকে এ নিয়ে ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্ব দেয়া হয়েছে, সাকিবের সঙ্গে কথা বলার জন্য। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, তারা চান সাকিবকে দলে ফিরিয়ে আনতে।