প্রবল সমালোচনার পরও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে যাচ্ছে। টেস্ট ক্রিকেটে দুই স্তর চালুর সম্ভাব্যতা যাচাই করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছেকারা। এই ওয়ার্কিং গ্রুপ চলতি বছরের শেষ দিকে একটি প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে টেস্ট ক্রিকেটে দুটি স্তর চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
টেস্টে দুই স্তর চালু হলে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজসহ র্যাঙ্কিংয়ের নিচের দিকের দলগুলো নির্দিষ্ট একটি সময় পর্যন্ত ওপরের দিকে থাকা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পাবে না। ২০২৭ সাল থেকে এই ব্যবস্থা চালুর সম্ভাবনা আছে।
বর্তমানে আইসিসির পূর্ণ সদস্যদেশ হিসেবে টেস্ট খেলতে পারে মোট ১২টি দেশ। এর মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে ৯টি। তবে নিচের দিকে থাকা দলগুলোর ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, আর্থিকভাবে লাভজনক নয়—এমন সব কারণ দেখিয়ে টেস্ট ক্রিকেটে দুটি স্তর চালুর আলোচনা চলছে অনেক দিন ধরেই। বিষয়টি জোর গতি পায় গত জানুয়ারিতে মেয়েদের অ্যাশেজের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আলোচনায়।
বর্তমান আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী ছয় দল নিয়ে স্তর করলে শীর্ষস্তরে থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দ্বিতীয় স্তরে থাকবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
আরকে/সবা


























