ভাসমান বিক্রেতারা খাবারের দাম বেশি রাখেন, এতে ম্যাচ চলাকালীন দুর্ভোগে পড়েন দর্শকরা- এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। সেই বিষয়টি বিবেচনায় এনে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দর্শকদের খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল রোববার শেরে বাংলায় বাইরে থেকে খাবার নিয়ে গিয়েছিলেন দর্শকরা।
কিন্তু দর্শকদের বিদায়ের পর স্টেডিয়ামের যা অব্স্থা দেখা গেল, তাতে যে কারো মনে হতে পারে যে, এটি স্রেফ একটি ডাস্টবিন। ম্যাচের পর দেখা গেল, হোম অব ক্রিকেটখ্যাত শেরে বাংলা স্টেডিয়ামের চারপাশে ময়লা, নোংরা আর দূর্গন্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দর্শকদের এমন কাজের সমালোচনা করেন। এরপর আজ সোমবার বিসিবির পক্ষ থেকেও এসেছে নতুন নির্দেশনা।
দেশের ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থাটি জানিয়ে দিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে আর কেউ বাইরে থেকে খাবার নিয়ে স্টেডিয়ামে আসতে পারবেন না। এদিন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি মুখোমুখি হবে বাংলাদেশ।
যদিও বিসিবি নতুন নির্দেশনায় দর্শকদের কর্মকাণ্ড নিয়ে কিছু বলেনি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা জনিত কারণেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
আরকে/সবা


























