১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারের জন্য কী পাঠাল পিএসজি?

গত ৫ জুলাই সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এই জুটির প্রথম সন্তান মাভি।

ব্রাজিলিয়ান তারকার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে তার সাবেক ফরাসী ক্লাব পিএসজি। নেইমারের এই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার এবং তার চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও (১০) আছে।

পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

নেইমারের জন্য কী পাঠাল পিএসজি?

আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গত ৫ জুলাই সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এই জুটির প্রথম সন্তান মাভি।

ব্রাজিলিয়ান তারকার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে তার সাবেক ফরাসী ক্লাব পিএসজি। নেইমারের এই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার এবং তার চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও (১০) আছে।

পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’

আরকে/সবা