ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের ইচ্ছা ছিল নিজের শহরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচটা খেলবেন এবং জিতবেন। তার প্রথম ইচ্ছেটা পূরণ হলেও দ্বিতীয়টা হয়নি।
জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্কে তার বিদায়ী ম্যাচ উপলক্ষ্যে রাখা হয়েছিল জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট–বল। দেশটির ক্রীড়া মন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ আর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ‘গার্ড অব অনার’ দেন তাকে।
জ্যামাইকা সরকারের এমন বিদায়ী সংবর্ধনায় শেষ হল রাসেলের টি-টোয়েন্টি ক্যারিয়ার। তবে শেষ ম্যাচটা জেতা হল না। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের দলের ১৭২ রানের চ্যালেঞ্জ ২৮ বল হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীরা এখন ২–০ ব্যবধানে এগিয়ে।
স্যাবাইনা পার্কে নিজের বিদায়ী ম্যাচে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল। ২ চার ও ৪ ছক্কায় ১৫ বলে করেছিলেন ৩৬ রান। জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটা। ৮৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে রাসেলের রান ১০৮৬ আর উইকেট ৬১টি।
আরকে/সবা


























