মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো দেশ শোকাহত। আজ (শনিবার) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন অনেকে।
মাইলস্টোন ট্র্যাজেডিতে ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল স্প্যানিশ ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা। এবার শোক জানাল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার ফেইসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর সাবেক এই ক্লাব।
বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’
এর আগে বাংলাদেশে বার্সার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে শোক প্রকাশ করেছিল বার্সেলোনা। সেখানে বিবৃতিতে বার্সা লিখেছিল, ‘ ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
এর আগে সাফ অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে ট্রফি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ–পাকিস্তান সিরিজের তৃতীয় টি–টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ বিসিবি দেয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তার জন্য।
আরকে/সবা


























