বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে কাবাডি ফেডারেশন অভিজ্ঞ খেলোয়াড় রুপালীকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। সংবাদ সম্মেলন দুপুর আড়াইটায় শেষ হয়। আর তিনটা ১০ মিনিটে ভারত থেকে ই-মেইল পায় কাবাডি ফেডারেশন, যেখানে জানানো হয় ৩-১৩ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই আমরা মেইল পাই। তারা চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অংশগ্রহণকারী দলগুলোর কন্টিনজেন্ট তালিকার ক্লিয়ারেন্স পেতে বিলম্ব হওয়ায় এই টুর্নামেন্ট স্থগিত করার কারণ হিসেবে দেখিয়েছে। টুর্নামেন্টের পরবর্তী সময় শীঘ্রই অবহিত করবে।’
সংবাদ সম্মেলনের সময়ে চাইনিজ তাইপে ও আরো দুই-একটি দেশের ভিসা জটিলতার বিষয়টি সাধারণ সম্পাদক বলছিলেন। বাংলাদেশের আগামীকাল ভিসা আবেদনের করার কথা ছিল। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সেটা আর প্রয়োজন পড়বে না।
বিশ্বকাপের মতো আসর স্থগিত হওয়া খেলোয়াড়দের জন্য বেশ হতাশার। বিশ্বকাপ স্থগিত হলেও ক্যাম্প-অনুশীলন চালিয়ে যাবে ফেডারেশন, ‘বিশ্বকাপ স্থগিত হয়েছে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। আমরা আমাদের অনুশীলন কার্যক্রম চালিয়ে যাব।
কাবাডির মান উন্নয়নে অনুশীলনের বিকল্প নেই।’
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে কাবাডি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক আব্দুল হক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুলিশের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান।
আরকে/সবা


























