০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন তিন তারকা খেলোয়াড়!

গ্রীষ্মকালীন দলবদলে একের পর এক চমক দেখানো রিয়াল মাদ্রিদ এবার নিজেদের স্কোয়াড হালকা করার পথে হাঁটছে। কোচ জাবি আলোনসোর অধীনে স্কোয়াডে বর্তমানে ২৫ জন খেলোয়াড় থাকায় আপাতত নতুন কাউকে দলে নেওয়ার আগে কিছু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

গ্রীষ্মের শুরু থেকে এখন পর্যন্ত ডিন হুইসেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফ্রাঙ্কো মাস্তানতোয়ানো এবং আলভারো কারেরাসকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোস। তবে মিডফিল্ডে নতুন সংযোজনের চিন্তা থাকলেও সেটি নির্ভর করছে স্কোয়াড থেকে অন্তত একজন খেলোয়াড় বিদায় নেবেন কি না, তার ওপর।

সবচেয়ে আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। কোচ আলোনসোর অধীনে একাদশে জায়গা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এই সুযোগে লিভারপুল ও পিএসজির সঙ্গে তার নাম জড়িয়েছে। দিয়ারিও এস–এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তার জন্য উপযুক্ত প্রস্তাব এলে সেটি বিবেচনায় নেবে।

বাম প্রান্তে আলভারো কারেরাসের আগমনে পিছিয়ে পড়েছেন ফেরলান্দ মেন্দি। ক্লাবটি তাকে ছাড়ার ব্যাপারে আগ্রহী। তার বিকল্প হিসেবে ফ্রান গার্সিয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাব।

অন্যদিকে, ডেভিড আলাবার ইনজুরি প্রবণতা ও সেন্টার-ব্যাক পজিশনে প্রতিযোগিতা বাড়ায় তাকেও বিক্রির তালিকায় রাখা হয়েছে।

বর্তমানে পঞ্চম পছন্দ হিসেবে রয়েছেন তিনি, তার আগে আছেন হুইসেন, রুডিগার, মিলিতাও এবং তরুণ রাউল আসেনসিও। চুক্তির মেয়াদ থাকলেও চলতি মৌসুমেই তার বিদায় হতে পারে।

দানি সেবায়োসকে নিয়েও আছে ধোঁয়াশা। পুরনো ক্লাব রিয়াল বেতিসে ফেরার সম্ভাবনা থাকলেও আপাতত তাকে স্কোয়াডে রাখছে মাদ্রিদ। তবে নতুন মিডফিল্ডার এলে তার অবস্থান হুমকির মুখে পড়বে।

তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক ফিলিপের অবস্থানও খুব একটা সুবিধাজনক নয়। আলোনসোর পরিকল্পনায় কিলিয়ান এমবাপ্পে ও গঞ্জালো গার্সিয়াকে প্রধান স্ট্রাইকার হিসেবে দেখা হচ্ছে। ফলে এনদ্রিকের খেলার সময় কমে যাবে। যদিও তিনি ক্লাব ছাড়তে চান না, তবু তাকে হয়তো আরো অপেক্ষা করতে হবে মূল একাদশে জায়গা পেতে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন তিন তারকা খেলোয়াড়!

আপডেট সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

গ্রীষ্মকালীন দলবদলে একের পর এক চমক দেখানো রিয়াল মাদ্রিদ এবার নিজেদের স্কোয়াড হালকা করার পথে হাঁটছে। কোচ জাবি আলোনসোর অধীনে স্কোয়াডে বর্তমানে ২৫ জন খেলোয়াড় থাকায় আপাতত নতুন কাউকে দলে নেওয়ার আগে কিছু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

গ্রীষ্মের শুরু থেকে এখন পর্যন্ত ডিন হুইসেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফ্রাঙ্কো মাস্তানতোয়ানো এবং আলভারো কারেরাসকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোস। তবে মিডফিল্ডে নতুন সংযোজনের চিন্তা থাকলেও সেটি নির্ভর করছে স্কোয়াড থেকে অন্তত একজন খেলোয়াড় বিদায় নেবেন কি না, তার ওপর।

সবচেয়ে আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। কোচ আলোনসোর অধীনে একাদশে জায়গা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এই সুযোগে লিভারপুল ও পিএসজির সঙ্গে তার নাম জড়িয়েছে। দিয়ারিও এস–এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তার জন্য উপযুক্ত প্রস্তাব এলে সেটি বিবেচনায় নেবে।

বাম প্রান্তে আলভারো কারেরাসের আগমনে পিছিয়ে পড়েছেন ফেরলান্দ মেন্দি। ক্লাবটি তাকে ছাড়ার ব্যাপারে আগ্রহী। তার বিকল্প হিসেবে ফ্রান গার্সিয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাব।

অন্যদিকে, ডেভিড আলাবার ইনজুরি প্রবণতা ও সেন্টার-ব্যাক পজিশনে প্রতিযোগিতা বাড়ায় তাকেও বিক্রির তালিকায় রাখা হয়েছে।

বর্তমানে পঞ্চম পছন্দ হিসেবে রয়েছেন তিনি, তার আগে আছেন হুইসেন, রুডিগার, মিলিতাও এবং তরুণ রাউল আসেনসিও। চুক্তির মেয়াদ থাকলেও চলতি মৌসুমেই তার বিদায় হতে পারে।

দানি সেবায়োসকে নিয়েও আছে ধোঁয়াশা। পুরনো ক্লাব রিয়াল বেতিসে ফেরার সম্ভাবনা থাকলেও আপাতত তাকে স্কোয়াডে রাখছে মাদ্রিদ। তবে নতুন মিডফিল্ডার এলে তার অবস্থান হুমকির মুখে পড়বে।

তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক ফিলিপের অবস্থানও খুব একটা সুবিধাজনক নয়। আলোনসোর পরিকল্পনায় কিলিয়ান এমবাপ্পে ও গঞ্জালো গার্সিয়াকে প্রধান স্ট্রাইকার হিসেবে দেখা হচ্ছে। ফলে এনদ্রিকের খেলার সময় কমে যাবে। যদিও তিনি ক্লাব ছাড়তে চান না, তবু তাকে হয়তো আরো অপেক্ষা করতে হবে মূল একাদশে জায়গা পেতে।

আরকে/সবা