০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মরক্কোকে হারিয়ে রেকর্ড শিরোপা নাইজেরিয়ার

নারীদের আফ্রিকান কাপ অব নেশন্স (ওয়াফকন) ফাইনালে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে মরক্কোকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ১০ম শিরোপা জিতেছে নাইজেরিয়া।

রাবাতের অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক মরক্কো। ১৩তম মিনিটে ঘিজলান চেববাক দারুণ এক বাঁকানো শটে প্রথম গোল করেন। ১১ মিনিট পর সানা মাসৌদি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় নাইজেরিয়া। ৬৪ মিনিটে ফোলাশাদে ইজামিলুসির ক্রসে নৌহাইলা বেনজিনার হ্যান্ডবলে পেনাল্টি পায় নাইজেরিয়া। সেখান থেকে এসথার ওকোরোনকো গোল করে ব্যবধান কমান।

৭১ মিনিটে ওকোরোনকোর পাস থেকেই ইজামিলুসি গোল করে ম্যাচে সমতা আনেন।

৮৮ মিনিটে আবারও ওকোরোনকোর ফ্রি-কিক থেকে বদলি খেলোয়াড় জেনিফার একেচিগিনি গোল করে নাইজেরিয়াকে জয়ের আনন্দে ভাসান।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নাইজেরিয়ান খেলোয়াড়রা মাঠেই উল্লাসে মেতে ওঠেন। ‘মিশন এক্স’ নামে এই অভিযান সফল করে ২০১৮ সালের পর আবারও শিরোপা ঘরে তোলে সুপার ফ্যালকনরা। ওয়াফকনের ফাইনালে তাদের শতভাগ জয়ের রেকর্ডও অক্ষুন্ন থাকে।

সুপার ফ্যালকনরা এর আগে দক্ষিণ আফ্রিকা (২০০০) এবং ক্যামেরুনকে (২০১৬) হারিয়ে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে জয় পেয়েছিল। এবার মরক্কোকে হারিয়ে সেই তালিকায় আরেকটি নাম যোগ করল।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

মরক্কোকে হারিয়ে রেকর্ড শিরোপা নাইজেরিয়ার

আপডেট সময় : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

নারীদের আফ্রিকান কাপ অব নেশন্স (ওয়াফকন) ফাইনালে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে মরক্কোকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ১০ম শিরোপা জিতেছে নাইজেরিয়া।

রাবাতের অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক মরক্কো। ১৩তম মিনিটে ঘিজলান চেববাক দারুণ এক বাঁকানো শটে প্রথম গোল করেন। ১১ মিনিট পর সানা মাসৌদি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় নাইজেরিয়া। ৬৪ মিনিটে ফোলাশাদে ইজামিলুসির ক্রসে নৌহাইলা বেনজিনার হ্যান্ডবলে পেনাল্টি পায় নাইজেরিয়া। সেখান থেকে এসথার ওকোরোনকো গোল করে ব্যবধান কমান।

৭১ মিনিটে ওকোরোনকোর পাস থেকেই ইজামিলুসি গোল করে ম্যাচে সমতা আনেন।

৮৮ মিনিটে আবারও ওকোরোনকোর ফ্রি-কিক থেকে বদলি খেলোয়াড় জেনিফার একেচিগিনি গোল করে নাইজেরিয়াকে জয়ের আনন্দে ভাসান।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নাইজেরিয়ান খেলোয়াড়রা মাঠেই উল্লাসে মেতে ওঠেন। ‘মিশন এক্স’ নামে এই অভিযান সফল করে ২০১৮ সালের পর আবারও শিরোপা ঘরে তোলে সুপার ফ্যালকনরা। ওয়াফকনের ফাইনালে তাদের শতভাগ জয়ের রেকর্ডও অক্ষুন্ন থাকে।

সুপার ফ্যালকনরা এর আগে দক্ষিণ আফ্রিকা (২০০০) এবং ক্যামেরুনকে (২০১৬) হারিয়ে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে জয় পেয়েছিল। এবার মরক্কোকে হারিয়ে সেই তালিকায় আরেকটি নাম যোগ করল।

আরকে/সবা