খাগড়াছড়ি জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্স
কমিটির বিশেষ সভায় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম
খন্দকার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে
দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন
শ্রেষ্টত্ব অর্জন করায় চেয়ারম্যান নলেজ চাকমাকে ক্রেস প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার উপপরিচালক
নাজমুন আরা সুলতানা ও জেলা সিভিল সার্জন ও বিভাগীয় বন
কর্মকর্তা মো. ফরিদ মিয়া।
গত রোরবার ২৭জুলাই খাগড়াছড়ি জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এক
অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস প্রদান করা হয়। জেলার ৯টি উপজেলার ৩৮টি
ইউনিয়নের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধনে শতভাগ বাস্তবায়নকারী হিসেবে
দীঘিনালায় কবাখালী ইউনিয়নের ৩য় স্থান অর্জনকে জেলার জন্য একটি
গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, জন্ম ও মৃত্যু
নিবন্ধনের জন্য প্রতিমাসে লক্ষ্যমাত্রা থাকে। দীঘিনালা উপজেলার ৫টি
ইউনিয়ন মধ্যে আমার কবাখালী ইউনিয়ন লক্ষ্যমাত্রা পূরণ সক্ষম হয়েছি।
উপজেলার মধ্যে ১ম স্থান অর্জন করতে পেরেছি এবং খাগড়াছড়ি জেলা
মধ্যে ৩য় স্থান অর্জন করেছি। এই অর্জন কবাখালী বাসির উৎসর্গ
করলাম, তারা আমাকে সহযোগীতা করছে। কবাখালী বাসির সকলের
প্রতি আমি কৃতজ্ঞ।
শিরোনাম
দীঘিনালায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে কবাখালী ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন
-
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি - আপডেট সময় : ০১:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ।
- 104
জনপ্রিয় সংবাদ
























