রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম
বলেছেন, ‘দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে
মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-
কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে,
তেমনি মনও ভালো থাকবে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাইবান্ধার
গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর মোল্লাপাড়ায় ্য়ঁড়ঃ;আলোর প্রতীক
তরুণ সংঘ্য়ঁড়ঃ; আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এসময় ফাইনাল খেলায় তালুুককানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিফতাহুল
আমিন বুলবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
তালুুককানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান সরকার,
সাধারণ সম্পাদক ফিরোজ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু
মন্ডল বাবু, তালুুককানুপুর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক প্রধান,
সাধারণ সম্পাদক রওশন আলম বুলু, অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনসহ
বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া
প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিরোনাম
মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই: অধ্যাপক
-
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি - আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- ।
- 40
জনপ্রিয় সংবাদ
























