নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে আবারও আলোচনায় চলে এসেছে অদ্ভুত কারণে। ম্যাচ হারার পরও নিজেদের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করেছে। তবে আলোচনায় আসার কারণ অবশ্য এটা নয়। পুরষ্কারের ধরনটাই মূলত বিস্ময়ের জন্ম দিয়েছে। ম্যাচসেরা ফুটবলারকে দেওয়া হয়েছে ১০০ ডিম, ২০ লিটার দুধ ও ৪০ ব্যাগ ওটমিল!
ম্যাচে ভাইকিং এফসির কাছে ১-৩ গোলে হেরেছে ব্রাইন। তবে হারের পরও ম্যাচসেরা নির্বাচন করেছে নিজেদের এক তরুণ খেলোয়াড়কে। ২১ বছর বয়সী লেফট-ব্যাক লাসে কভিগস্টাদ দলের একমাত্র গোলটি করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
তবে পুরস্কার হিসেবে কোনো ট্রফি নয়, তাকে দেওয়া হয়েছে ৪০ ব্যাগ ওটমিল, ১০০টি ডিম আর ২০ লিটার দুধ। নরওয়ের মতো উচ্চ ব্যয়ের দেশে এই উপহারকে ভীষণ অর্থবহ মনে করছেন অনেকে।
গো লাগানো প্লাস্টিকের পাইপের চেয়ে এটা অনেক ভালো পুরস্কার।’
ব্রাইন এফকে চলতি মৌসুমে ২২ বছর পর নরওয়ের শীর্ষ লিগে ফিরেছে। তবে ফিরে অদ্ভুত কারণে আলোচনায় আছে ক্লাবটি। ট্র্যাক্টর দিয়ে গ্যালারি তৈরি করেছে, ম্যাচসেরা খেলোয়াড়কে ডিম-দুধ দিয়ে পুরস্কৃত করছে এখন। সে তালিকায় নতুন সংযোজন লাসে কভিগস্টাদের নাম।
সাধারণত খেলার সেরা খেলোয়াড়কে ছোট ট্রফি দেওয়া হয়। কিন্তু ব্রাইন দেয় এমন কিছু, যা কাজে লাগে খেলোয়াড়দের। শুধু নিজেদের খেলোয়াড়ই নয়, ক্লাবটা প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কেও অদ্ভুত সুন্দর পুরস্কারগুলো দেয়। আর এভাবেই ক্লাবটা নতুন করে আলোচনায় আসছে, সচেতনতাও সৃষ্টি করছে বৈকি!
আরকে/সবা


























